সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। রবিবার (১৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। তামান্না আক্তার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মমিন মোল্লার মেয়ে।
তামান্নার মামা শরিফুল আলম সৌরভ জানান, আমার ভাগ্নীর সঙ্গে মামুন খান শুভ (২৮) নামের এক ছেলের গত দুই বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক চলাকালীন সময়ে নানান বিষয় নিয়ে ঝগড়া হতো। এ নিয়ে গত ১৬ এপ্রিল আমার ভাগ্নী ওই ছেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের উভয় পক্ষের মধ্যে চলমান ঝগড়া ও অভিমান মিমাংসা না হওয়ায় শনিবার (১৩) দিবাগত রাতে আমার ভাগ্নী অভিমান করে নিজ বাসায় আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে এক তরুণী আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছেন সে। পরিবারের সদস্যদের সম্মতিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।