বন্দর প্রতিনিধি
শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ এক ট্রলার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ট্রালার যাত্রীর নাম সুমন শেখ (৪০)। সে বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা ও বন্দরের একটি চায়না কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড। বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বুধবার (৩১) মে দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় ট্রলার যোগে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৮-১০ জন পড়ে যান। এদের মধ্যে সবাই সাঁতরে পাড়ে এলেও সুমন নিখোঁজ থাকেন। পরে বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার (১) মে সকালে তার লাশ উদ্ধার হয় শীতলক্ষ্যা নদী থেকে।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সকালে লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।