৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার চিহিৃত মাদক সম্রাট আমজাদ হোসেন মিয়ার ছেলে হেরোইন ব্যবসায়ী জনি (৩২) একই ওয়ার্ডের একরামপুর এলাকার হাসান আলী মিয়ার ছেলে শামীম (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে রানা (৩৮)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত বুধবার (৯ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের বন্দর চিতাশালস্থ জয়নাল মিয়ার গ্যারেজের সামনে থেকে হেরোইনসহ এদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা মামলা নং- ১৬(৮)২৩।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দর চিতাশাল, একরামপুর ও ইস্পাহানী এলাকায় অবাধে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। বন্দর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জনী, শামীম ও রানা নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।