মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের র্যালিতে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের মিছিল নিয়ে অংশগ্রহণ করে।
বিজয় দিবসের র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও বন্দর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।