আল্লামা মামুনুল হক ও মুফতী মনির হুসাইন কাসেমীসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ সকল আলেমা ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার দাবী চাষাঢ়ায় সমাবেশের পর আজ শুক্রবার শহরে বৃহৎ আয়োজন করেছে ওলামা পরিষদ। এদিন দুপুরে জুমআর নামাজের পর ডিআইটি মসজিদের সামনে সমবেত হয়ে মিছিল বের করবে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই শহরে চলছে নানা প্রচারণা।
গত ১১ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হয়। মূলত সেদিনই ১৮ আগস্টের মিছিলের ঘোষণা দেওয়া হয়।
হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেন, আজ শুক্রবার আমরা লক্ষ জনতাকে নিয়ে মিছিল করে নারায়ণগঞ্জকে অচল করে দিবো। মুক্তি দেয়ার জন্য কেন তাদের সাথে পরামর্শ করতে হবে। আমরা এদেশে ভেসে আসিনি।
মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, শুক্রবার ডিআইটি মসজিদের সামনে থেকে জুমআর নামাজের পরে গণমিছিল হবে। আলেমদের মুক্তি দিতেই হবে। মুক্তি না দিলে ক্ষমতা নিয়ে টানাটানি হবে। এই আন্দোলন দমানোর ক্ষমতা কারও নাই।