পূর্বের শত্রুতা যের ধরে যুবদল নেতা ইব্রাহিমকে কুপিয়ে গুরুতর আহত করেছেন সন্ত্রাসীরা। এ সন্ত্রাসী কর্মকান্ড ঘটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদ নগর এলাকার গাজী মোল্লার ছেলে সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মুজাহিদুল ইসলাম ও আলামিন বাহিনী।
গত সোমবার (২১ আগষ্ট) রাত ৮টার দিকে কুতুবপুরের দৌলতপুর এলাকায় ইব্রাহিম খানের ব্যবসা প্রতিষ্ঠানে এসে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ, আলামিন ৪০ থেকে ৫০ জনের এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়, এ সময় কিশোর গ্যাং এর প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রামদা চাপাটি ছিল।
আহত ইব্রাহিম জানায়, আমি কুতুবপুর ইউনিয়ন এর দৌলতপুর এলাকায় আলহামদুলিল্লাহ ট্রডাস নামে ব্যবসা প্রতিষ্ঠানে ইট বালি সিমেন্টের ব্যবসা করি, মুজাহিদ ও আলামিন প্রায় সময় এসে আমাকে হুমকি ধমকি দিতো যে এলাকায় ব্যবসা করতে হলে আমাকে প্রতি মাসে চাঁদা দিতে হবে, আমি বিষয়টায় অশিকার করায় প্রায় সময় আমাকে হুমকি দিত মেরে ফেলার। গত সোমবার রাত ৮টার দিকে আমি ও আমার ২ বন্ধু মিলে আমার দোকানের সামনে আড্ডা দিচ্ছিলাম,এমন সময় সন্ত্রাসী মুজাহিদ প্রকাশ্য পিস্তল সহ প্রায় ৪০ থেকে ৫০ কিশোর নিয়ে, তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র, রামদা, চাপাটি, লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা চালিয়ে আমার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে আমি ডাক চিৎকার দিলে আশপাশে লোক জন আসলে মুজাহিদ আমাকে পিস্তল তাক করে বলে যায় এবার অল্পতে ছেড়ে দিলাম ভবিষ্যতে তোকে দেখে নিবো।
বর্তমানে ইব্রাহিম গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপালের ভর্তি আছেন।
সাধারন মানুষ জানান, মুজাহিদদের বিরুদ্ধে এলাকায় মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে ব্যাপক অভিযোগ রয়েছে। এলাকায় ত্রাশেরর রাজত্ব করছে মুজাহিদ, ফতুল্লা মডেল থানায় মুজাহিদ এর বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়, কিন্ত কোন এক অদৃশ্য ক্ষমতা বলে মুজাহিদ কে গ্রেফতার করছে না পুলিশ।