সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো: জসিম খান (৩০) নামে এক যুবক‘কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত নামে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এরআগে বুধবার গুলিতে আহত যুবক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডস্থ বিদ্যুৎ অফিস, ভূমী পল্লীর সামনে পাকা রাস্তার উপর সড়কের পাশে দাড়াইয়া আমি সহ আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়। আসামিরা সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর এলোপাথারিভাবে গুলি চালায়।
এক পর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে ঢাকা সরোয়ার্দী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান যে, তার শরীলের বিভিন্ন স্থানে মারাক্তক আঘাতের চিহ্ন ও বাম হাতে গুলির আঘাতে হাতের রক্তের নালী ছিড়ে যাওয়ায় পঙ্গুত্বর পথে।
মামলার আসামিরা হলেন: ১। একেএম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত একেএম শামসুজ্জোহা,
২। আজমেরি ওসমান (৪৫), পিতা-মৃত নাসিম ওসমান,
৩। অয়ন ওসমান (৩৭), পিতা-একেএম শামিম ওসমান, সর্ব সাং-৯৯, নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,
৪। শাহ নিজাম (৫৬), পিতা-শাহ নূর উদ্দিন সাং-চাষাড়া নারায়ণগঞ্জ,
৫। মোঃ মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, পিতা-মৃত রজ্জব আলী, সাং-টিসি রোড মিজমিজি,
৬। ইয়াসিন মিয়া (৬২), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পিতা-মূলফত আলী, সাং-মিজমিজি,
৭। মতিউর রহমান মতি (৫৫), পিতা-মৃত বাদশা মিয়া,
৮। আশরাফ উদ্দিন (৪৮), পিতা-বাচ্চু মিয়া,
৯। পানি আক্তার (৩৮), পিতা-আবদুল করিম,
১০। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন,
১১। ভাগিনা মামুন (৪০), পিতা-আতাউর রহমান মাষ্টার, সর্বসাং-আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ,
১২। নূর উদ্দিন মিয়া (৫৫),
১৩। নূর ছালাম (৬৫),
১৪। জজ মিয়া (৫৫),
১৫। নূরুল ইসলাম (৬৮), সর্ব পিতা-মৃত বদর উদ্দিন, শিমরাইল ৪নং ওয়ার্ড,
১৬। শাহজালাল বাদল (৪২), পিতা-নুর সালাম সাং- নাসিক ৩ নং ওয়ার্ড,
১৭। আব্দুল হাই মেম্বার (৬০), পিতা-মাইনউদ্দিন সাং-ওয়াবদা কলোনী,
১৮। মোঃ কবির হোসেন (৪২), সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, পিতা-মৃত মুল্লুক চাঁন, মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ,
১৯। মোঃ আল আমিন (৩০), ছাত্রলীগ নেতা,
২০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), যুবলীগ নেতা, উভয় পিতা-আলী মিয়া, পূর্ব কলাবাগ,
২১। চায়না মাসুদ (৩৫), পিতা-জসিম ভন্ড, সাইলো গেইট সরদার বাজার,
২২। মিজানুর রহমান (৩৮), সাধারণ সম্পাদক, তাতীলীগ, ঢাকা মহানগর দক্ষিণ,
২৩। মিনহাজুর রহমান (রাইয়ান) (২৫), ছাত্রলীগ ক্যাডার, উভয় পিতা-হাবিবুর রহমান, মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ,
২৪। জিয়াউল হক জিয়া, পিতা- শফিকুল হাজী, রোড নং-২, সাং ইশাখা লাইব্রেরী, হিরাঝিল, আ/এ,
২৫। মোঃ হারুনুর রশিদ, পিতা- মৃত আঃ গফুর, সাং হিরাঝিল, আ/এ,
২৬। বশির আহম্মেদ (৪৮), যুবলীগ নেতা, পিতা-সিরাজ মিয়া, জালকুড়ি মাতবর বাজার,
২৭। আমিনুল হক রাজু (৫৩), সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-কাসেম ভূইয়া, মিজমিজি দক্ষিণ পাড়া,
২৮। রাকিব (২৮), ছাত্রলীগ ক্যাডার, নাসিক ২নং ওয়ার্ড,
২৯। মোঃ আরিফ (২৬), ছাত্রলীগ ক্যাডার, পিতা-হাবুল ড্রাইভার, ২নং ওয়ার্ড,
৩০। মুন্না (২৮), ছাত্রলীগ ক্যাডার, ২নং ওয়ার্ড মিজমিজি, পিতা-নাজমুল,
৩১। দোলন (৩০), সেচ্ছাসেবক লীগ নেতা, পিতা-ফজর আলী, মিজমিজি ২নং ওয়ার্ড,
৩২। শান্ত (২৫), ছাত্রলীগ ক্যাডার ৫নং ওয়ার্ড, পিতা-জাকির মিয়া, বড় বাড়ী, পশ্চিম কলাবাগ,
৩৩। ইমন, (৩২) ছাত্রলীগ ক্যাডার, পিতা- মৃত বাবুল, হিরাঝিল,
৩৪। সায়হান শরীফ (৩৪), ছাত্রলীগ ক্যাডার, পিতা-মজিবুর, মিজমিজি, পাগলাবাড়ী,
৩৫। জসিম (৩৫), যুবলীগ ক্যাডার, পিতা- আবু সাইদ, মিজমিজি,
৩৬। আলী মিয়া, তাঁতী লীগ নেতা, পিতা- আছন আলী, পূর্ব কলাবাগ,
৩৭। সামাদ ব্যাপারি (৫২), সভাপতি শ্রমিক লীগ, পিতা-আঃ মান্নান ব্যাপারি সাং-পাইনাদী,
৩৮। হাবিবুল্লাহ হবুল (৬০), পিতা-আহসান উল্লাহ, সাং- ওয়াবদা কলোনী,
৩৯। মতিউর রহমান সাগর (৩৭), পিতা-আতাউর রহমান, সাং- পূর্ব কলাবাগ,
৪০। মাহবুবুর রহমান (৪৯), পিতা-বাদশা মিয়া, সাং-আইলপাড়া,
৪১। রুহুল আমিন (৪৬) পিতা-মৃত আতাউর রহমান, সাং- এসও রোড, মন্ডল পাড়া,
৪২। হান্নান (৪২), পিতা- ইউসুফ মিয়া, সাং- মুনলাইট,
৪৩। তানজিম কবির সজু (৪০), পিতা- হুমায়ুন কবির, সাং-উত্তর কদমতলী,
৪৪। তাজিম বাবু (৫৫), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, পিতা-মৃত সাহেদ আলী,
৪৫। আলাউদ্দিন খান (৫৫), সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত আমির খান,
৪৬। মাসুদ (৪০), যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড, পিতা-ইয়াকুব আলী, বার্মা স্ট্যান্ড,
৪৭। সালাউদ্দিন সানি (৪৮), পিতা-অজ্ঞাত, কদমতলী, সর্বথানা থানা-সিদ্ধিরগঞ্জ,
৪৮। আহম্মেদ কাউছার (৪৮), পিতা-অজ্ঞাত, সন্তাপুর, ফতুল্লা। এছাড়াও আরো অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামী, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।