নারায়ণগঞ্জে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচের গেট টুগেদার এন্ড ক্রিকেট কার্নিভালের সিজন-৬ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপি নারায়ণগঞ্জের পঞ্চবটিস্থ এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এই আয়োজন করা হয়।
এ্যাপোলো ক্লিনিকের ম্যানেজার ও ৯/১১ অফিসিয়াল ব্যাচ অফ নারায়ণগঞ্জ এডমিন মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নীট গার্মেন্টস মার্চেন্ডাইজার ও বায়ারস ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনভেন্স জিপার এন্ড এক্সোসরিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইদুল ইসলাম, এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের ডিরেক্টর ওমর ফারুক মানিক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারীর রেজিস্ট্রার ডা: মুকতাদির রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আল ইমরান হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সরদার।
জাতীয় সঙ্গীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। এমন সুন্দর ও গোছানো অনুষ্ঠানে থাকতে পেরে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান। ঐক্য না থাকলে এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না। তাই সামনে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানায় অতিথিরা। এসময় অতিথিদের কাছ থেকে এবারের ক্রিকেট কার্নিভালের ৫ম সিজনে চ্যাম্পিয়ন দল থ্রিজি ইয়ুথ ক্লাব বাংলাদেশ ও রানার্স আপ দল সিদ্ধিরগঞ্জ ০৯/১১ ওয়ারিয়র্স প্রাইজ মানি ও পুরস্কার গ্রহণ করেন। এরপর এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচ অফ নারায়ণগঞ্জের পক্ষ থেকে কেট কাটা হয়।
এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচ নারায়ণগঞ্জ গ্রুপটি ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে বিভিন্ন অবদান রেখে আসছে। এ বছর গ্রুপটি ৫ম বছরে পদার্পন উপলক্ষ্যে এক মিলন মেলা ও ক্রিকেট কার্নিভাল এর আয়োজন করেছে। এতে এডমিন প্যানেলের জোবায়েদ আহমেদ সোহাগ, মো. সাইফুল ইসলাম, মো. সুমন হোসাইন, সামসুল আমরিন রক্সি, ইকরাম হোসেন, ইমতিয়াজ আহমেদ সোহেল, কাইজার আহমেদ, রিয়াজুল, আল মামুন, ইকবাল মোল্লা, রাশিদুল, অন্তরা সাহা, মাফরোজা আইভি, পাপন সরকার, অর্নিল খানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলো।