নারায়ণগঞ্জের বন্দরের চানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত সৈয়দ মোহাম্মদ হাসান নোয়াখালির কবিরহাট উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ জহির উদ্দিনের ছেলে। রবিবার শেষ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয় রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১১’র এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সৈয়দ মোহাম্মদ হাসান একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।