মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকাবাসীর উদ্দেগ্যে নন্দলালপুর নাক কাটা বাড়ি এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
এসময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ,যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা,সহ ফতুল্লা থানা, ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, আগামী সাত দিনের ভিতরে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার না করলে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবেন। তিনি বলেন, বেশ কয়েকদিন আগে ফোন করে মোহাম্মদ আলী তাকে বলেন, ভাই যুবদল নেতা মতিন আমাকে ডিস্টার্ব করে, তখন আমি তার কাছে জানতে চাই মতিনতো মাদক ব্যবসায়ীদেরকে এলাকা থেকে চলে যেতে বলেছেন, তোমাকে কে ডিস্টার্ব করেছে কখোন?
মোঃ আলি আমাকে বলেন, ভাই মিটিং মিছিলের জন্য যারা আওয়ামী লীগ করে সেরকম কিছু পোলাপাইন এলাকায় রেখেছি।
জবাবে তিনি (শহীদুল ইসলাম টিটু) বলেন আমাদের মিটিং মিছিল করার জন্য আওয়ামী লীগের লোক দরকার নেই, বিএনপিতে লোকের অভাব নাই। তখনই আমি বুঝতে পেরেছিলাম কুতুবপুরে মাদক ব্যবসা করার জন্য মোহাম্মদ আলী ও মুসলিমের নেতৃত্বে মাদকের ভয়ানক পরিণত হয়েছে।
তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সকল মাদক ব্যবসায়ী দিয়ে কুতুবপুর ধ্বংস করার জন্য মোহাম্মদ আলী যে পায়তারা করছেন, প্রসাশন যদি অনতিবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরা কিন্তু আইন হাতে তুলে নেব।
সভায় ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, একজন মাদকাসক্ত সন্তান একটি পরিবার ধ্বংসের জন্যই যথেষ্ট। যারা মাদক ব্যবসা করেন তাদের ছেলে সন্তান কানা, লুলা, ল্যাংড়া হয়ে জন্মগ্রহণ করেন। আপনাদের যদি লজ্জা হওয়া উচিত, মাদকের মত এই জঘন্যতম ব্যবসা না করে আপনারা রিক্সা চালিয়ে খান প্রয়োজনে ভিক্ষা করে খান।