শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মর দেহ উদ্ধার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২২ শহীদ পরিবারকে ৪৪ লাখ টাকা অনুদান সোনারগাঁ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মালামাল নিয়ে পালিয়ে গেলেন মালিক: বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের স্ত্রী-সন্তানসহ ৩ হ ত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুকুর থেকে উদ্ধার আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী ফের ৮ দিনের রিমাণ্ডে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্ত কর্মসূচিতে যোগ না দেয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাং*চুর: আটক ৪৫ ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: মামুন মাহমুদ

লক্ষনখোলায় সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষখোলা কবরস্থান, মাদ্রাসা সংলগ্ন এলকায় সিটি কর্পোরেশনের মযলা আবর্জনা ডাম্পিং জোন নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলকাবাসি ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশন ঘনবসিতর্পূণ এলাকায় ডাম্পিংজোন নির্মাণ কাজ বন্ধ না করলে শিক্ষার্থী ও এলকাবাসিকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন। তাদের দাবি এলাকায় ডাম্পিংজোন নির্মাণ হলে দুগন্ধ ছাড়াবে , পরিবেশ নষ্ট হবে এবং এলাকায় মানুষের ভোগান্তি বাড়বে। শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের পর লক্ষখোলা কড়ইতলা এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্তরলক্ষখোলা কবরস্থান কমিটির সভাপতি হাবিবুর রহমান হবুর সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, সালাউদ্দিন , খায়রুজ্জামান রাহিম, আবু রায়হান, মাজহারুল হক বিভিন্ন মসজিদ মাদ্রসা ও স্কুল কমিটির নেতৃবৃন্দ ।

মানববন্ধনে অংশ নেয়া স্থাণীয় সামাজিক নেতৃবৃন্দ সালাউদ্দিন রফিকুল ইসলামসহ কয়েকজন , ক্ষমতাচুত্য ফ্যাসিষ্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র লক্ষখোলাবাসির মতামতকে উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন করার জন্য নির্ধারন করেন। শত বছরের পুরনো কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের পাশে প্রায় ৭০ একর জমি অধিগ্রহন করে এখানে ডাম্পিং জোন করার জন্য জায়গা নির্ধারন করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে ডাম্পিং জোন করার জন্য জমি অধিগ্রহন করা হচ্ছে। স্থাণীয়দের দাবি জনবসতিপূর্ণ লক্ষনখোলা এলাকায় ডাম্পিং জোন নির্মাণ কর হলে এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়বে, দুগন্ধ ছাড়িয়ে পড়বে এলাকাজুড়ে। ডাাম্পিং জোনের জন্য নির্ধারিত জায়গার পাশে গড়ে বহুবছর আগে গড়ে উঠেছে মাদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা, বায়তুল রহমান জামে মসজিদ এবং উত্তরলক্ষনখোলা কবরস্থান । এর কিছুটা দুরেই আছে উত্তর লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকেশ্বরী বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ । এসব শিক্ষা প্রতিষ্ঠানে কয়কহাজার শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু এই জায়গা ডাস্পিং জোন হলে সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের সকল ময়লা আবর্জনা, মেডিকেল বজ্য এখানে এনে ফেলা হবে। এতে এলাকার পরিবেশ দুষনের মাত্রা বাড়বে। দুগন্ধের কারনে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্নঘটবে। তাই তাদের দাবি ঘনবসতির্পূণ এলাকা ডাম্পিংজোন নির্মাণ না করে সিটি কর্পোরেশন যেন অন্যকোন উন্মোক্ত স্থানে এই ডাম্পিংজোন নির্মাণ করে । আর সিটি কর্পোরেশন যদি লক্ষখোলা এলাকা থেকে ডাম্পিং জোন নির্মাণ কাজ সরিয়ে না নেয় তবে স্থাণীয় এলাবাসি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন ।

উত্তরলক্ষন খোলা কবরস্থান কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, লক্ষনখোলা এলাকায় কয়েকলাখ মানুষের বসবাস। ঘনবসতির্পূণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডবাসির একমাত্র কবরস্থান হচ্ছে উত্তর লক্ষনখোলা কবরস্থান।অথচ শত বছরের এই কবরস্থানের জায়গাসহ অধিগ্রহন করে ডাম্পিংজোন করা হচ্ছে। এতে কবর দিতে আসা মানুষকে দু:গন্ধের কারেন ভোগান্তি পোহাতে হবে। তাই বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসি ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা মাববন্ধন ও সমাবেশ করেছে। তার দাবি সিটি কর্পোরেশন অন্য কোথায় ডাম্পিংজোন নির্মাণ করুক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »