মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ রূপগঞ্জে তিনটি ক-ক-টে-লসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে মৃ-ত্যু-দণ্ডাদেশ দেওয়ায় মহাসড়কে আপ বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আনন্দ মিছিল আবারও দাড়িয়ে থাকা বাসে আ-গু-ন ফতুল্লায় র‌্যাবের অভিযান: স-ন্ত্রা-সী-দের গু-লি-তে ঘরে রান্না করা অবস্থায় নারী গু-লি-বি-দ্ধ সিদ্ধিরগঞ্জে মিনিবাস ও সিএনজিতে অ-গ্নি-সংযোগের ঘটনায় আ’লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা সোনারগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটি কোরআনের ঘাটি: উঠান বৈঠকে ইকবাল ভূঁইয়া মাসদাইরে কৃষক দল নেতাকে মা-র-ধ-র: গু-লি ছোড়ার অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আ-গু-ন মাদরাসা ছাত্র ব-লা-ৎ-কারের অভিযোগ, ‘মীমাংসা’তে কৃষকদল নেতা জাকির মোল্লার নাম ঘুরছে সামনে

রূপগঞ্জে ৩৫০ পরিবারের মাঝে আনছার আলীর ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৭ Time View

রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অসহায়, দুস্থ্য ও গরীব ৩৫০জন পরিবারের মাঝে স্থানীয় সমাজ সেবক আনছর আলীর সার্বিক সহায়তায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে পূর্বাচল দুঃস্থ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দড়িগুতিয়াব এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেয়াজ, দুধ, চিনি। সমাজ সেবক আনছর আলীর এসব ত্রাণ সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় মানুষেরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। অনেকেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং আনছর আলীর জন্য দোয়া কামনা করেন।

পূর্বাচলের ৪নং সেক্টরের দড়িগুতিয়াব বাজার সংলগ্ন পূর্বাচল দুঃস্থ সমাজ কল্যান সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সমাজ সেবক আনছর আলীর সার্বিক সহায়তায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পূর্বাচল ৪নং সেক্টরের ৩৫০ জন অসহায় মানুষ উপস্থিত হয়ে ওইসব খাদ্য সামগ্রী নিয়ে যান। খাদ্য সামগ্রী পেয়ে তহুরা বেগম বলেন, আল্লাহপাক যেনো আনছর আলীকে নেক হায়াত দেন। তিনি আমাদের সব সময় খাদ্য, বস্ত্র, অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তিনি বেঁচে থাকলে পূর্বাচলের মানুষজন বেঁচে থাকবে। আমরা তার জন্য সব সময় দোয়া করি। এই লোকটি ছাড়া এবার আর কোনো ব্যক্তি অসহায় মানুষের কোনো প্রকার সহায়তা দেননি। আনছর আলী এবার ঈদের আগে থেকেই ৩ দফায় সহায়তা দিয়েছেন।

সমাজ সেবক আনছর আলী বলেন, আমি আমার রূপগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঈদ পালন করতেই সামান্য উপহার দিয়ে সহায়তা দিচ্ছি। অসহায় মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »