রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতা গোলজার হোসেন ভুঁইয়া রবিবার (১ ডিসেম্বর) রাতে উঠান বৈঠক করেছেন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারটেক এলাকায় ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন ভুঁইয়া, রূপগঞ্জ থানা শ্রমিকদল নেতা শাহ আলম কনক, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান মিয়া, হৃদয় হাসান, মোফাজ্জল হোসেন, সম্ভু দাস, মোহন দাস, কালা চান, সুবল দাস, শ্রীমতি, বিনয় চন্দ্র ঘোষ, পরান দাস ও মোহন বাশী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা হিন্দু-মুসলিম এক সাথে এদেশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এবার দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্ডপও মুসলমানরা পাহারা দিয়েছে। আগামীতেও সবাইকে এক সাথে মিলেমিশে বসবাসের আহ্বান জানান। এ সময় হিন্দু সম্প্রদায়ের শেষ কৃর্ত্যরে জন্য একটি শশ্মানের শেড নির্মাণের দাবি জানানো হয়। তখন বিএনপি নেতা গোলজার হোসেন ভুঁইয়া সাওঘাট এলাকায় একটি শশ্মানের পাকা শেড নির্মাণের আশ্বাস দেন। আগামী এক মাসের মধ্যেই শেড নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানানো হয়। পরে কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।