বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমিক বৈষম্য দুরিকরণে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ কাচপুর বাসস্ট্যান্ডে ব্রীজের নিচে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে শ্রমিক সামবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও কেন্দ্রীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহম্মেদ।
এসময় তিনি বলেন, ইসলামী বিধানমতে যে শ্রমনীতি রয়েছে সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার শ্রমিক ভাইদের আর কোনো সমস্যা থাকবে না। এ সময় তিনি বর্তমান সরকারের কাছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জোরালো আহ্বান জানান।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ জাকির হোসাইন, মোঃ আবু সাঈদ মুন্না, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল মজিদ, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার, শ্রমিক নেত আব্দুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারির মোঃ রেদোয়ানুল আজীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।