রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১, ২ ও ৩ নং সেক্টরের ভোলানাথপুর, কাদিরারটেক, বৌরারটেক, পানিআগ্রা, গুতিয়াবো, সমুমার্কেটসহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজউকের ম্যাজিস্ট্রেট শারমীন রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (১১ জুলাই) এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, ভাতের হোটেল, চায়েরদোকান, মুদিদোকান, রিসোর্ট ও পিঠার দোকান।
এদিকে ৫০টি সামবারসিবল ও পানির ট্যাংকি উচ্ছেদ অভিযানের আওতায় থাকায় খাবার পানি সংকটে পড়েছে বাসিন্দারা। তবে পূর্বাচল উপশহরে সরবরাহকৃত পানির বিল পরিশোধ করে বাসিন্দারা সেবন করতে পারবেন বলে জানিয়েছেন পানি সরবরাহ প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন।
এ সময় রাজউকের পূর্বাচল উপশহরের প্রকল্প পরিচালক নূরুল ইসলাম, পানি সরবরাহ প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন, বিপুল সংখ্যক আনসার ও পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ গ্রহণ করে।