বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন রূপগঞ্জে শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় ঘাতক বাবার জবানবন্দী বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ পরিবারের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন করা হয়নি নিহত সোলাইমানের তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি : গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশের সর্ব বৃহত্তম রাজনৈতি দল হচ্ছে বিএনপি এবং দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের বর্তমান নেতা তারেক রহমান আমারদের প্রতি তাদের নির্দেশনা রয়েছে, আমরা যাতে বিগত সরকারে মতো আরচণ না করি। অন্যায় কাজে জড়িত না হই, অন্যায়ভাবে কারো যেন কোন ক্ষতি না করি। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন এখন বিধ্বস্ত এই বাংলাদেশেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে বলে দিয়েছেন বিধ্বস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধন করতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। এ সরকারকে সহযোগিতা করে যেতে হবে। আমরা একই কাজগুলোই এখন করছি। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে সন্ত্রাসী, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারিত্ব ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি এ সব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আবার ২০২৪ সালে রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠতা হয়নি। জনগণ এখন তাদের ভোট প্রয়োগ করার ক্ষমতা তাদের কাছে পায়নি। যেই মানুষটি ছেলে ও মেয়ের বয়স ৩৫-৩৮ বছর, তারা গত তিনটি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন ভোট করেছে, আমি-তুমি ড্যামির নির্বাচন করেছে। কোন একজন ভোটার যুবক-যুবতীকে ভোট দেয়ার কোন সুযোগ দেয়নি। তাই এদেশের মানুষ নতুন আশায় বুক বেধে এখন স্বপ্ন দেখছেন কত দ্রুত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন। কাজেই মনে রাখবেন যারা আজকে অন্তর্বতিকালীন সরকারে রয়েছেন, আপনারা নির্বাচিত সরকার নন, আপনারা জনগণের ম্যান্ডেডে আজকের সরকার। কিন্তু ভাববেন না, দীর্ঘদিন থেকে আপনাদেরকে কাজ করার সুযোগ এ দেশের মানুষ দিয়ে বসবে। আপনাদেরকে দ্রুত প্রয়োজনী সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। যাতে মানুষ আস্থাশীল হয় এ সরকারের প্রতি। এ সরকারের ক্ষমতার লোভ নেই। এ সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এ আস্থা ও বিশ্বাস যাতে জগণের মধ্যে আসে দ্রুত সেই ব্যবস্থা করবেন সেই দাবি জানাই।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনের সঞ্চালয়নায় জনসভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকে আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এস, এম, আসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী, সহ-সভাপতি ডি. এইচ. বাবুল ও সংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, বিএনপি নেত্রী নুরুন নাহারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে এসে বিএনপি’র নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় জনসভায় নেতাকর্মীদের ঢল নামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »