বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ও বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায়। বিষয়টি নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন কল করা হলে তিনি ফোনটি কেটে দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্তর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত বছর ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।