আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দিতে থানায় আসেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির আলী ও গাজী শফি গ্রুপের মধ্যে জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার বিকেলে গাজীপুরা এলাকায় স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান ব্যক্তিদের নিয়ে সালিশী বৈঠক বসে। এ সময় সালিশে বৈঠকে কোন মিমাংসা হয়নি। পরে উভয় গ্রুপই বৈঠক থেকে বের হয়ে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলে। এ সময় এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনার কাশেম পাঠান (৩২), গাজী শফি (৫০), হযরত আলী (৫৫), জমির আলী (৪০), আলমগীর (৫৫), বকুলী বেগম (৪৫), নাঈম (১৬), গাজী জাকির (৪৫), আল-আমিন (৩০), হারুন (৬৫) ও মাহাবুল (২৭)সহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে হযরত আলী, আল-আমিন ও হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়েছে বলে শুনতে পেয়েছি। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।