দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন প্রতিযোগীতায় অনেকটাই এগিয়ে রয়েছেন দীপক কুমার বনিক। তার রয়েছে ব্যাপক জনসমর্থন এবং কর্মী সমর্থক।
মনোনয়ন প্রাপ্তির বিষয়ে দীপক কুমার বনিক বলেন, আ.লীগ দেশে প্রাচিন সংগঠন। এই দলের মনোনয়ন কেনা সত্যিই ভাগ্যের বেপার। সোনারগাঁয়ের উত্তরাঞ্চলের মানুষ সব সময় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। যারা মনোনয়ন পেয়েছে, তারা বেশিরভাগই দক্ষিনাঞ্চলের। এবার যদি আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে উত্তরাঞ্চলের ৭টি ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করে যাবো। এবার মনোনন দেয়ার বিষয়টি তো নেত্রীর হাতে। তিনি যে সিদ্ধান্ত নিবেন তাই। দলিয় সিদ্ধান্তের বাইরে আমি কখনো যাইনি, যাবোও না।