সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রতন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে যিনি আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (১৭ মে) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মর্মান্তি সড়ক দুর্ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম রতন নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশ দিয়ে রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চিটাগাংরোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। সড়ক ফাঁকা থাকায় ঘাতক গাড়ি চালক দ্রুত গতিতে গাড়ী নিয়ে পালিয়ে যায়।