সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ মো: সাদ্দাম হোসেন (২৮) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমাইলের বিদ্যুৎ অফিসের সামনের তল্লাশি চালিয়ে ঐ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল শিমরাইলের বিদ্যুৎ অফিসের সামনে তল্লাশি চলাকালীন সময়ে গ্রেফতারকৃত মাদক কারবারী পুলিশের চেকপোস্ট দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে শরীরের সাথে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি হবিগঞ্জ জেলার মোঃ শানু মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তাফা জানান, থানা পুলিশের নিয়মিত চেকপোস্টে ডিউটি চলাকালীন সময়ে তল্লাশি করে আসামিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে।