বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

চোরাই তেল নামাতে বাধা দেয়ায় হামলা: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সড়ক দখল করে চোরাই তেল নামতে নিষেধ করায় সুমন (৩০) নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে চিহিৃত চোরাই তেল ব্যবসায়ী সাদ্দাম ওরফে ভাঙ্গারী সাদ্দাম বাহিনী। এ ঘটনায় ২৩ জুলাই সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৭ জনকে আসামি করে এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের এসও রোডস্থ মন্ডলপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে সাদ্দাম ওরফে ভাংগারী সাদ্দাম (৩০), আল-আমীন (৩১), রাজু (২৮), রিয়াদ (২৭), মজিবুর রহমানের ছেলে জীবন (৩০), জনি (২৯) এবং বাবু (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা করে আসছিল। তারা প্রায় সময় বিভিন্ন তেলের গাড়ি থেকে চোরাইভাবে তেল সংগ্রহ করার জন্য তেলের বড় গাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডস্থ উত্তর আজিবপুরের ১নং রোডে নিয়ে আসতেন। এদিকে গাড়ি প্রবেশের জন্য সড়কটি পর্যাপ্ত প্রশস্ত না হওয়ায় গাড়ি প্রবেশকালে সড়কের সাথে থাকা বাড়ির দেয়ালে আঘাত লেগে ক্ষতিগ্রস্থ হয়। এমন ঘটনার পর অভিযুক্তদের অনেকবার নিষেধ করা হয়েছে। তবে বহুবার বলা সত্বেও তারা ভুক্তভোগী সুমনের কথার তোয়াক্কা না করে তাদের ইচ্ছামতো তেলের গাড়ি প্রবেশ করে আসছিলেন। গত ২২ জুলাই রাত ৮ টায় অভিযুক্তরা পুনরায় ওই এলাকার একই স্থানে গাড়ি ঢুকানোর সময় ভুক্তভোগী সুমনসহ ওই এলাকার বসবাসরত বাসিন্দারা বাধা দেন। পরবর্তীতে বাধা দেয়ার কারণে বিবাদীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারপিট করে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম করেন। এসময় তার পকেটে থাকা নগদ সাড়ে ৪ হাজার টাকা, গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইনটি নিয়ে নেয় হামলাকারীরা। পরে ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে আশেপাশের মানুষজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »