বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

অবৈধ লিয়াজু ও পকেট কমিটি বাতিল করে শ্রমিক বান্ধব কমিটির দাবি চালক ও শ্রমিকদের

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View
অবৈধ লিয়াজু ও পকেট কমিটি বাতিল করে শ্রমিক বান্ধব কমিটির দাবি চালক ও শ্রমিকদের

অবৈধ লিয়াজু ও পকেট কমিটি বাতিল করে শ্রমিক বান্ধব কমিটি ঘোষণার দাবি  জানিয়েছে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা। এসময় তারা  নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিলের হস্তক্ষেপ চেয়ে জরুরী সভা ও বিক্ষোভ মিছিল করেছে ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা কার্যালয়ে এ জরুরী সভার আয়োজন করা হয়। সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কাউন্সিলর জিএম সাদরিলের কাছে একটি স্বারকলিপি জমা দেন চালক ও শ্রমিকরা।

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রিপনের  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান মনা, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জীবন সেলিম, সাবেক কার্যকরী সভাপতি হাজী সোবহান, সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বাচ্চু মিয়া, খোরশেদ, রেহান উদ্দিন মামুন, সেলিম মিয়া, মোঃ ফারুক, জসিম উদ্দিন জসু প্রমুখ।

জরুরী সভায় শ্রমিকরা তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরা হয়। বিগত কমিটি শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তোলেন শ্রমিকরা। শ্রমিকদের পেটে লাথি মেরে তারা দালালির মাধ্যমে বহুতল ভবনের মালিক
হয়েছেন। শ্রমিকরা জানান, নির্বাচনের মাধ্যমে শ্রমিক বান্ধব কমিটি গঠন করতে হবে। ক্ষতিগ্রস্থ ও নিহত শ্রমিকদের পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পরিশোধ করতে হবে। কোন ধরণের দালালকে কমিটিতে যুক্ত করা যাবে না বলে তারা উল্লেখ করেন।

কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রিপন বলেন, আমরা সকল শ্রমিকদের নিয়ে কাউন্সিলর জিএম সাদরিলের কাছে একটি স্বারক লিপি জমা দিয়েছি। যাতে তিনি আমাদের একটি সুন্দর শ্রমিক বান্ধব কমিটি গঠন করে দেন। সেই কমিটি শ্রমিকদের উন্নয়নে কাজ করবে। বিগত দিনের কমিটির মাধ্যমে অনেক কিছুই হয়েছে, শ্রমিকরা আর সেই পুনরাবৃত্তি চায় না।

এদিকে কাউন্সিলর জিএম সাদরিল এ বিষয়ে বলেন, শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে তাদের পছন্দের ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তি যারা শ্রমিক ও সংগঠনের উন্নয়নে কাজ করতে পারবে, তাদের মাধ্যমেই কমিটি করে সংগঠনের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »