সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চিটাগাংরোড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবহানবাগ জামে মসজিদের খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহ মুহাম্মাদ ওয়ালীউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোঃ আসলাম মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন মাদরাসার প্রিন্সিপাল ইনচার্জ মনির হোসেন হেলালী।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সংগীত, দেশের গান, শিক্ষার্থীদের আরবি, ইংরেজি, বাংলা বক্তব্য, স্বরচিত বাবা-মায়ের গান পরিবেশন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিগণ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্টাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আব্দুল করিম শেখ, পুলিশ পাইনাদী বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হুমায়ুন কবির জামালী, হামদর্দ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোঃ ইকবাল হোসাইন, নাসিক ১ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম, তালীমুল কুরআন ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, তানযীমুল উম্মাহ নারায়ণগঞ্জ ও যাত্রাবাড়ী শাখাসমূহের প্রিন্সিপাল যথাক্রমে মোঃ কবির হোসাইন, মোঃ মাসউদুর রহমান, মোঃ মানজুরুর রহমান কুরাইশী, মোঃ শোয়াইব হোসাইন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রিদওয়ান হোসাইন, ইকবাল হোসেন মঞ্জু, তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কফিল আহম্মদ, প্রিন্সিপাল মোঃ আব্দুল গফুর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মোঃ সাইয়্যেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদরাসার কো-অর্ডিনেটর কাউসার আলম।
তানযীমুল উম্মাহ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি প্রতিবছরই খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানান ধরনের বিনোদনমূলক আয়োজন করে থাকে। চলতি বছরেও তার ধারাবাহিকতা রক্ষা করেছে।
২০২৪ সালের বার্ষিক সাংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছে এবং যারা বার্ষিক পরীক্ষায় হিফয ও জেনারেলে বিভিন্ন ক্লাস ও গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে, তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে। একই সাথে সম্প্রতি লন্ডন ভিত্তিক ইউকে কসবা টিভি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারকারী এ মাদরাসার শিক্ষার্থী সাব্বির হোসেন শিহাব, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় “ক” গ্রুপে প্রথম স্থান অধিকারকারী এ মাদরাসার শিক্ষার্থী আরিয়ান হুরায়ফা ও দ্য স্কলারশ ফোরাম কর্তৃক বেসরকারি বৃত্তিপ্রাপ্ত এ মাদরাসার শিক্ষার্থী সানজিদ মুরসালিন রাহিককে পুরস্কৃত করা হয়েছে।