রূপগঞ্জের চনপাড়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল (৩০) এবং মো. ইলিয়াছ (১৭) গুলিবদ্ধ হয়েছে। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের উদ্ধার করে রাত ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতরাতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া বাজারে শমসের নামের এক ব্যক্তি হঠাৎ এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ওই একই এলাকার আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে এবং ইলিয়াসের পায়ে গুলি লাগে। পরে তাদের রাত সাড়ে ৩টার দিকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাতে রূপগঞ্জের চনপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। গুলিবিদ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে ।
উল্লেখ্য, এর আগে গত ১০ মে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ওই সময় ২৪ জন গুলিবদ্ধসহ আহত হয়েছিলো। এমন ঘটনা ছাড়াও অসংখ্য বার গুলি বিনিময়, হামলা , হত্যাকান্ডসহ নানা অপরাধ কর্মকান্ড চলমান রয়েছে এই চনপাড়া বস্তিতে।