নারায়ণঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যে যা করতে চাও করো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে- যেটাই করো, সেটা হতে হবে তোমার দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, জাতিকে ভালোবেসে এবং নিজেকে ভালোবেসে। জিপিএ-৫ পাওয়াটাই কিন্তু সফলতা না। তোমাকে মানুষকে হতে হবে। যদি আঘাত আসে, কোন বিপর্যয় আসে, থেমে থাকবেনা। যার যার ধর্মকে স্বরণ করে এগোতে থাকবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব উপদেশমূলক কথা বলেন।
তিনি আরো বলেন, লেভেল দেখে বোঝা যায়না- তার ভেতরে কি আছে। জীবনে নানা ক্ষেত্রে নানাভাবে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানান রকমভাবে লেভেল সেজে যায়। তোমরা সেই লেভেলের পেছনে ঘুরোনা। তোমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে এই লেভেলগুলোকে সরিয়ে ফেলতে হবে। জীবনের প্রত্যেকটি ঘটনাকে শুধু ঘটনা হিসেবে নিয়োনা, অভিজ্ঞতা হিসেবে নিও।
নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের নবীণবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আকতার, দাতা সদস্য সাব্বির আহাম্মদ প্রধান, অভিভাবক প্রতিনিধি মো. মোশারফ হোসেন, মো. মহসিন হোসেন, জহিরুল ইসলাম, শারমিন আক্তার সুমি, শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী প্রমূখ।