বন্দর থেকে হত্যা মামলার এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ।
গ্রেফতারকৃতর নাম মানিক (৩৮)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মানিক ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে ভিকটিম রকি (২৫)’কে হত্যার পর আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে আসামী মানিক (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।