নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে৷ তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য৷ সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে৷
এদিকে, রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে৷ বাকি দু’টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনটিও ফাঁকা রাখে আওয়ামী লীগ৷
নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা এলাকা মিলিয়ে গুরুত্বপূর্ণ এ আসনটিতে গত সংসদ নির্বাচনেও মহাজোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দেয়৷ সেবার লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান৷ তিনি নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি৷
এবার এ আসনটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন৷ তারা দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন৷ তবে আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে ক্ষমতাসীন দল৷
এ আসনে জাপার মনোনয়ন পাওয়া সেলিম ওসমান প্রথমবার ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাঁর বড়ভাই একেএম নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন৷ আসনটিতে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ সেলিম ওসমানের ছোটভাই একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য৷
১৯৯৬ সালে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এসএম আকরাম৷ এরপর থেকে প্রায় দুই যুগ ধরে এ আসনটিতে আওয়ামী লীগ দলী কোন সংসদ সদস্য পায়নি৷