বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সিদ্ধিরগঞ্জে মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ শামিম ওসমান, সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ করেছিল: সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ বাণিজ্যমেলায় অ্যালুমিনিয়ামের স্টলে নারীদের ভিড় রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ শীতলক্ষ্যা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার শামীম ওসমানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা: জড়িত স্ত্রী ও শ্যালক

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পাটির মনোনয়ন পেলেন সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে৷ তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য৷ সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে৷

এদিকে, রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে৷ বাকি দু’টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনটিও ফাঁকা রাখে আওয়ামী লীগ৷

নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা এলাকা মিলিয়ে গুরুত্বপূর্ণ এ আসনটিতে গত সংসদ নির্বাচনেও মহাজোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দেয়৷ সেবার লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান৷ তিনি নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি৷

এবার এ আসনটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন৷ তারা দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন৷ তবে আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে ক্ষমতাসীন দল৷

এ আসনে জাপার মনোনয়ন পাওয়া সেলিম ওসমান প্রথমবার ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাঁর বড়ভাই একেএম নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন৷ আসনটিতে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ সেলিম ওসমানের ছোটভাই একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য৷

১৯৯৬ সালে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এসএম আকরাম৷ এরপর থেকে প্রায় দুই যুগ ধরে এ আসনটিতে আওয়ামী লীগ দলী কোন সংসদ সদস্য পায়নি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »