সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী হেলেনা (৪০) কে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী হেলেনা নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকার মতিউর রহমানের স্ত্রী। তার পিতার নাম মৃত দবির উদ্দিন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে তাকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান পিপিএম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন শুক্রবার ভোরে শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী হেলেনাকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেফতার হওয়া হেলানের বিরুদ্ধে মাদক আইনে মামলা (নং-১৭, তাং- ৮/৩/২৪) দেয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।