সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির এম্বুলেন্সের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতলায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত বৃদ্ধা জালকুড়ি এলাকার বাসিন্দা মৃত ইদ্রিত আলীর স্ত্রী।