বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপে বিএনপি নেতা মামুন মাহমুদের উপহার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৬টি পূজা মন্ডপে নগদ অর্থ ও শাড়ি লুঙ্গি উপহার দিয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপগুলোর কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে এ অর্থ ও উপহার তাদের হাতে তুলে দেন মামুন মাহমুদ। এসময়ে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মনসহ ৬টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মামুন মাহমুদ বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। এটাই বিএনপির রাজনীতি। তাই এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে ঐক্যবদ্ধভাবে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আগের চেয়ে এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। যে কোন সমস্যা হলে তাৎক্ষনিক তা মোকাবেলা করতে বিএনপির সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে বলে তিনি হিন্দু নেতাদের আস্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »