রূপগঞ্জের কাঞ্চনের কালাদী এলাকায় ঢাকা বাইপাস রোড (গাউছিয়া টু কাঞ্চন রোড) সংলগ্ন এলাকায় বায়ুদূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বায়ুদূষণ করায় সী-চুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে উপ-পরিচালক এ এইচ এম রাসেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ১১(চ) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সী-চুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং নির্মাণ সামগ্রী ত্রিপল দিয়ে ঢেকে রাখা এবং নির্মাণ সাইটে সকাল বিকেল নিয়মিতভাবে পানি চিটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।