শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেপ্তার আমরা ভাবতেও পারি নাই জামায়াত-বিএনপি এত জঘন্য হবে: শামীম ওসমান নারায়ণগঞ্জে পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া: টিয়ারসেল ও গুলি সিদ্ধিরগঞ্জে সড়ক-মহাসড়ক ছাত্রদের দখলে: ছাত্রলীগের মোটরসাইকেলে আগুন: পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া পার্ক থেকে টাকা কামাতে হবে এমন অর্থ প্রয়োজন নাই: আইভী নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: সালাম সভাপতি, শাওন সম্পাদক কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সভা আবারও বিয়ের পিঁড়িতে সেই নীলা দশটি বছর আপনাদের গোলামী করছি: সেলিম ওসমান পূর্বাচল উপশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকা তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার, ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ ও রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন খুলনার সোনাডাঙ্গার মৃত শহীদ গাজীর ছেলে মো: কামাল গাজী ওরফে আদল শেখ (২৫), সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ভাড়াটিয়া মৃত আনছার আলীর ছেলে মো: রফিকুল ইসলাম ওরফে সজীব (২৯) এবং একই থানার মুসলিমনগর এলাকার আক্তার হোসেনের ছেলে মো: আকাশ (১৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত ১৮ এপ্রিল রাত পৌনে ৪টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার দেওয়ান মঞ্জিল নাম একটি বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮-৯ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ১টি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে এই আসামিদের দেওয়া তথ্য মতে ঢাকার রামপুরা থেকে আরেক আসামি মোঃ কামাল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের থেকে লুণ্ঠিত ৩ ভরি স্বর্ণ উদ্ধারে পাশাপাশি তাদের দেয়া তথ্য মতে জালকুড়ি তালতলা ডিএনডি খাল হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মোট ৭ জন জড়িত থাকার কথাও বলেছে। গ্রেপ্তারকৃদের মধ্যকার মোঃ কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি এবং মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে। গেস্খপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »