সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের হিরাঝিল ডিএনডি খালের উপর নির্মিত কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি ইতিপূর্বে ভেঙ্গে গিয়েছিলো। এতে দূর্ভোগে পড়ে এ এলাকার বসবাসকারী, ব্যবসায়ী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাসহ সকলেই।
বুধবার (২০ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা ও কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ওপর ১৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন কাঠের সেতু উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন সরকার, সোহেল, মোহাম্মদ মাসুদ রানা, শাহজাহান সরকার, মো. নাঈম সরকার, মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, সেতুটি ভেঙে পড়ার কারণে একটি সেতু দিয়ে পাড়াপাড়ে জনগনের চলাচল ও পবিত্র ঈদুল ফিতরে মার্কেটের ব্যবসায়ীদের সমস্যার চিন্তা করে ব্যবসায়ী এবং আমার যৌথ উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছে।