সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগানে নিন্দার ঝড় ছাত্র সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সভা সিদ্ধিরগঞ্জের যুবলীগ ক্যাডার মোটা কবির এখনও গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগের আমল মানেই দুর্ভিক্ষ: মামুন মাহমুদ কাঁচপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল: জামায়াতে আমীর সংস্কার কি সম্ভব? ইউনূস সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভাবনা নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার ভাঙলেন বিএনপিপন্থী আইনজীবীরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী তিনদিনের রিমান্ডে

আড়াইহাজারের ইশতিয়াক আহমেদজেলার শ্রেষ্ঠ ইউএনও

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ইশতিয়াক আহমেদকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন ইশতিয়াক আহমেদ। এরপর থেকে সুষ্ঠু প্রশাসনিক তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি। পাশাপাশি তিনি যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড, আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন।

তিনি জানান, আড়াইহাজারে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মহোদয়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক স্যার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত: ইউএনও ইশতিয়াক আহমেদ ফরিদপুর জেলা সদরের ঝিলতলী এলাকার সম্ভ্রান্ত মুসলিশ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ নাসিরউদ্দিন আহমেদ ছিলেন কলেজ অধ্যক্ষ ও রাজনীতিবিদ। মাতা শামীম আরা গৃহিনী। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ফরিদপুর জিলা স্কুল থেকে। একই স্কুল থেকে ২০০৫ সালে এসএসসি ও বরিশাল ক্যাডেট স্কুল থেকে ২০০৭ সালে এইচএসসি এবং বুয়েট থেকে পড়াশোনা সম্পন্ন করে ৩৪ তম বিসিএস-এ উত্তীর্ণ হন। ইশতিয়াক আহমেদ কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে তিনি যোগদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। এরপর গাজীপুর জেলা প্রশাসক এর কার্যালয়েও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার গুলশান এলাকাতেও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। সেখান থেকে তিনি পিএস হিসেবে যোগদান করেন ঢাকা বিভাগীয় কমিশনারের। সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ সচিবের পিএস হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চলতি সালের ২ জানুয়ারী ২০২৩ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন আড়াইহাজার উপজেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »