বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :

অনুপ্রবেশকারী কাউকে দলে জায়গা দেওয়া হবে না

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

আমরা যারা দীর্ঘ ১৭ বছর জুলুম ও নির্যাতিত হয়েছি তারাই বিএনপি করার অধিকার রাখে। আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের কাউকে এখানে জায়গা দেওয়া হবে না। যদি কেউ জায়গা দেয় তাদের ছবি উঠিয়ে রাখবেন তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক লোক কিন্তু আমাদের বিএনপি’র সঙ্গে মিশে গেছে। তারা আমাদের উপর কিন্তু অনেক জুলুম নির্যাতন করেছে। গত ১৭ বছর কিন্তু আমাদেরকে এ এলাকায় আসতে দেয় নাই। আমরা কিন্তু পাই পাই করে এর হিসাব নিব। শুক্রবার (৩০ আগস্ট) তারাব পৌরসভা এলাকার কান্দাপাড়া জাসোহা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় তারাব পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন এসব কথা গুলো বলেন।

নাসির উদ্দিন বলেন, এখন কিন্তু আমাদের বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকদের নিয়ে নতুন করে রাজাকার হইয়েন না। গত পাঁচ আগস্ট এরপরে দেশ নতুন করে আবারও স্বাধীনতা পেয়েছে। এরপরে কিন্তু আমাদের কোন নেতাকর্মী কোন মিল কারখানায় যায় নাই। সন্ত্রাসী লোকেরা মিলস কারখানায় গিয়ে ভাঙচুর অগ্নি সংযোগ করে লুটপাট করেছে। এ দায়ভার কিন্তু আমাদের বিএনপি নেতা-কর্মীরা নিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করব। কারণ ধানের শীষ কোনো ব্যক্তির না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের। আমরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করব ইনশাল্লাহ। এখন আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করব। কারণ এই সরকার হলো আমাদের ছাত্র-জনতার আন্দোলনের একটি ফসল বলে উল্লেখ করেন তিনি।

তারাব পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাসুম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার আরজু ভূঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মোখলেছ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলবার হোসেন, তারাব পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত বাবু, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোখলেছ মিয়া, যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধা, ফারুক হোসেন, ছাত্রদল নেতা আ: রহিম, শাকিল মিয়াসহ তারাব পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »