আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকরা হলেন বিশনন্দী ইউনিয়নের টেটিয়া গ্রামের ইসমাইলের ছেলে ইয়ামিন (২৪) এবং একই গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে বাহার উদ্দিন (৩৫)।
পুলিশ জানান, ২০২২ সালে বিশনন্দী ইউনিয়নের টেটিয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ কোর্টে তাদের নামে একটি মামলা দায়ের করেন জিলানী নামের এক ব্যক্তি। দীর্ঘদিন আসামিরা পলাতক থাকায় ওই মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত ৪ এ তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই নাহিদ মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তারীপরোয়ানা জারি হওয়া দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।