বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চো রা ই তেলের আস্তা নায় অভি যান: জ্বালানী তেল জ ব্দ: ৫ মা ম লা দায়ের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিতদের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাত মানুষ বিএনপির সদস্য পদ সংগ্রহের জন্য স্বাচ্ছন্দে এগিয়ে আসছেন: গিয়াসউদ্দিন জুলাই আমাদের গর্বের মাস: শিক্ষা উপদেষ্টা রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভীর ২ রিমান্ড মঞ্জুর মশারি টানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালিত উপদেষ্টাকে জড়িয়ে কাঁদলেন শিশু রিয়া গোপের মা পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না: মুফতি মাসুম বিল্লাহ স্ত্রীকে হ ত্যা র পর স্বামীর আত্মসমর্পণ রূপগঞ্জের এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ,অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে এক মাদ্রাসার ছাত্রীকে ৬০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারেক মিয়া ধর্ষণ করে বলে অভিযোগ উঠে । পরবর্তীতে শনিবার (৯ ডিসেম্বর) ভূক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ে করলে মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আব্দুল বারেককে। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ভূক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রীকে নারায়ণগঞ্জ ভিক্টিরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার প্রতাপের চর গ্রামের এক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার ও অভিযুক্ত আব্দুল বারেক মিয়া দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পেয়ে ওই ছাত্রীকে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণে ওই ছাত্রীর রক্তক্ষরণ হলে বিষয়টি পরিবারের লোকজনকে অবগত করে। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করে শনিবার সকালে ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »