সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনতাসির (২) ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং অপর শিশু হাবিবা আক্তার (৩) রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুফাতো ভাই বোন।
নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখ্ুঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে অবশেষে বাড়ীর পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পাওয়া যায়।
পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।