র্বতমান সরকাররে উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করেেছ কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনরে নতোর্কমীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজলোর কাঞ্চন বাজারে পৌর ময়ের রফকিুল ইসলামরে নতেৃত্বে ওই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাঞ্চন পৌরসভা থেক শুরু করে কাঞ্চন বাজার এলাকার বভিন্নি সড়ক প্রদক্ষনি করে পৌরসভা প্রাঙ্গনে এসে শষে হয়।
এ সময় পৌর ময়ের ও উপজলো আওয়ামী লীগরে র্কাযকরী সদস্য রফকিুল ইসলাম বলনে, র্বতমান আওয়ামী লীগ সরকারের আমলে দশে যে উন্নয়ন হয়েেছ তা বশ্বিরে কাছে একটি রোল মডলে হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিছিয়ে পড়া দশেকে তনি উন্নয়নরে মাধ্যমে বশ্বি দরবারে নিয়ে গেছেনে। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসে তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়নরে ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নর্বিাচনে আওয়ামী লীগকে বজিয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে।