বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেইট এলাকায় বন্দর স্টীল সংলগ্ন স্থানে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুটি পিকআপ ভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে এবং ভাংচুর শুরু করে। এসময় দুটি মালভর্তি পিকআপে অগ্নিসংযোগ করে তারা। দ্রুত পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, অগ্নিসন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানিয়েছেন, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাংচুর করেনি। এটি আওয়ামীলীগের কাজ, তারা এ ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করবে বিএনপির নেতাকর্মীদের নামে।