বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (২০ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার ধামগড় ও তমদরদী এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার সফর আলী মিয়ার ছেলে সাব্বির (২০) ও তমদরদী এলাকার মোজাম্মেল হকের ছেলে মাসুদ (২২)।
জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস পৃথক স্থানে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।