শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফি লি স্তি নে গণ হ ত্যা র প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মিছিল পিতার ওপর প্রতিশোধ নিতে ফতুল্লায় শিশু পুত্রকে অপহরণ করে হত্যা বকেয়া বেতন চাওয়ায় নারী শ্রমিককে নির্যা তনের অভিযোগ সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য গ্রেপ্তার দেশে ধ র্ষ ণে র ঘটনা বেড়ে যাওয়ার জন্য দায়ী শেখ হাসিনার প্রশাসন: আফরোজা আব্বাস বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ: আহত ৭ মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল

নাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বন্দরে মানববন্ধন করেছে কদম রসুল অঞ্চলের করদাতাগন। এছাড়াও মানবন্ধনে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের ১৯নং ওয়ার্ড হইতে ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, নাসিক আমাদের মাথায় অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছেন, যা আমাদের জন্য কষ্ট সাধ্য হয়ে পড়েছে। আবার বিভিন্ন কর বৃদ্ধি ছাড়াও এখন হোল্ডিং ট্যাক্স চাপিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা এমপির স্মরণাপন্ন হলেও তিনি তা আমলে নেননি। তিনি বলেন বিষয়টি সিটি করপোরেশনের ব্যাপার।আমাদের একটাই দাবি তিনি বর্ধিত কর প্রত্যাহার করে আগের টা বহাল রাখবেন।

তারা বলেন, আমাদের কাছ থেকে যৌক্তিক হারে কর নেয়া হলেও সেই তুলনায় উন্নয়ন হয়না। আজো অনেক রাস্তার বাতি খারাপ, সময় মত রাস্তা পরিস্কার করা হয় না। রাস্তার পাশে ময়লার স্তুপ পড়ে থাকে।

মানববন্ধনে বক্তরা বলেন, নাসিক আমাদের মাথায় অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছেন, যা আমাদের জন্য কষ্ট সাধ্য হয়ে পড়েছে। আমরা যে হারে কর দিয়ে যাচ্ছি সে তুলনায় নাগরিক সেবা পাচ্ছে না। আমরা বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নাসিক একটি মাত্র খাত কর বৃদ্ধির আপত্তির জন্য ফর্ম ছাড়ে। যে ফর্মটি ছাপাতে খরচ মাত্র ২ টাকা, তার বেশী হবে না। সেই ফর্মের মূল্য ২শ’ টাকা নেওয়া হচ্ছে।

১৯ থেকে ২৭ পর্যন্ত ৯ টি ওয়ার্ডে ১৭ হাজার হোল্ডিং রয়েছে। আপত্তি ফর্মের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নাসিক কর্তৃপক্ষ । তবে আমরা বর্ধিত করে টেক্স দেব না। পুরনো হারে সিটি টেক্স/কর দিতে আমরা প্রস্তুত।

নাসিক ২২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ মিয়ার সভাপতিত্বে এড. নাঈমুল ইসলাম তপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সালাউদ্দিন, মোজাম্মেল হক, শাহ আলম, ইঞ্জিনিয়ার আ. সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »