সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (২১ নভেম্বর) ভোর সকাল ছয়টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ মিছিল হয়।
ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপুর নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে ও তফসিল বাতিল চেয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।