নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রবিন দেওয়ান (৪২), মো. সোবাহান শান্ত (৪০) ও মাসুদ রানা (৩৮)। তারা অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১ নং রেল গেইট সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্স এর বিপরীতে রেলওয়ে টিনশেড মার্কেট এলাকায় বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় কম্পিউটার এর হার্ডডিক্স এ অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।