নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ সাব্বির নামে এক যুবক নারায়ণগঞ্জ আদালতে মামলাটির আবেদন করেন। পরে সিদ্ধিরগঞ্জপ থানা পুলিশ মামলাটি রুজু করেন। মামলায় ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। সোমবার সন্ধ্যায় মামলা দায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। সোমবার বিকেলে সাংবাদিকরা মামলার এ বিষয়টি জানতে পারেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসিনের আদলতে মামলাটি (নং ৩২৮/২৪) দায়ের করেন সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এফআইআর হিসেবে গ্রহন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। মামলার বাদী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদি মো. সাব্বিরকে গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা গুলি করলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, আদালত মামলাটি থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি (নং- ৩) রেকর্ড করা হয়।