বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী খে হাসিনা ৫ আগষ্ট ভারতে চলে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত কয়েক দিন যাবত শিক্ষার্থীরা থানার কার্যক্রম শুরু করার জন্য র্যাব-সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্য্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন, লুন্ঠিত মালামাল উদ্ধার কাজ শুরু করে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের আইজিপির নির্দেশনা মোতাবেক পুলিশ সদস্যরা থানার কার্যক্রম শুরুর জন্য ইতিমধ্যে থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করার জন্য সিদ্ধিরগঞ্জে অবস্থান করছে। গতকাল শনিবার সকাল থেকে পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী থানায় নিরাপত্তার কার্যক্রম শুরু করে। এছাড়া সকাল থেকে থানা পরিস্কার-পরিচ্ছন্নার জন্য কাজ করছেন বৈষ্যম বিরোধী শিক্ষার্থীরা ও বিডি ক্লিনসহ স্বেচ্ছাসেবী একাধিক সংগঠন। গতকাল শনিবার দুপুরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল মোঃ আতিকুর রহমান খাঁন (পি.এস.সি.জি)। থানায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কার ও মালামাল সেটিং করার কাজ করছেন।
থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সেনাবাহিনীর নারায়ণগঞ্জের অধিনায়ক (সিও) লে. কর্ণেল মোঃ আতিকুর রহমান খাঁন (পি.এস.সি.জি) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছো তোমরা। এটি সম্ভব হয়েছে দেশের প্রতি ভালোবাসার জন্য। তিনি আরোও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিবেশ কে সুন্দর করার জন্য এমন কাজ করার জন্য তোমাদের নিকট নারায়ণগঞ্জবাসীসহ আমরা কৃতজ্ঞ। তোমাদের সকলের সহযোগীতায় আমরা একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। আপনারা সব সময় দেশের সুন্দর সুন্দর কাজের জন্য এগিয়ে আসবেন এমন প্রত্যাশা। মনে রাখবেন এটি আমাদের দেশ আমাদেরকেই সুন্দর করতে হবে।
বৈষ্যম বিরোধী আন্দোলনের সম্বনয়ক মেহরাব হোসেন প্রভাত জানান, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা কার্যক্রম শুরু করার জন্য গত দুই দিন ধরে থানার নিরাপত্তাসহ পরিস্কার পরিচ্ছনার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আশা করেন আজকের মধ্যে থানার পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এর পরেই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবে পুলিশ সদস্যরা। তিনি আরোও জানান, আমরা ইতিমধ্যে ৪ ট্রাক মালামাল উদ্ধার করে থানায় ফেরত এনেছি।
শিক্ষার্থী ও পুলিশের সুত্রে জানাযায়, ইতোমধ্যে থানা থেকে খোয়া যাওয়া দুইটি অস্ত্র উদ্ধার করেছে ছাত্ররা। ছাত্র আন্দোলনের আরেক সম্বনয়ক নাহিদ ইসলাম জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে যে দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে সেসব লুট করা সম্পত্তি স্বেচ্ছায় ফেরত দেওয়ার জন্য আমরা এলাকা এলাকায় মাইকিং করে অনেক মালা মাল উদ্ধার করেছি।