রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশ করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সমু মার্কেট সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুদের নির্মুল করা হবে। এ জন্য রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এ সময় আরো বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আনোয়ার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহার মাহামুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, যুবদল নেতা আল মুনসুর ভুঁইয়া, বিএনপি নেতা মফিজুর রহমান, মাহাবুর রহমান, মাজহারুল হক রতন, আরিফ হাসান, ওমর সাঈদ ও সাহিদা আক্তার প্রমুখ।