সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার করা ২ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন-এর আদালত শুনানি শেষে গোলাম দস্তগীর গাজীকে কারাগারে প্রেরণ করেন। এ নিয়ে ৫ম দফায় কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক এই মন্ত্রীকে। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, গত ২২ সেপ্টেম্বর পৃথক চার হত্যা মামলায় সাবেক এমপি গাজীর ১০ দিনের রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত পৃথক দুই মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্যান্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করেছেন।