রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনে যেতে দেননি। কেউ বৈষম্যবিরোধী আন্দোলনে গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা, মামলার হুমকি-ধামকি দিতেন অধ্যক্ষ। শুধু তাই নয়, তিনি অন্যায়ভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। দুর্নীতি ও অনিয়ম করে সম্পদ বানিয়েছেন। ফলে অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লøার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা। এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।